জাওয়াদ (Jawad) ঘূর্ণিঝড় সরতেই ক্রমশ শীত আসছে কলকাতায়। নামছে পারদ। সকালে প্রবল কুয়াশা৷ শহরের বিভিন্ন অঞ্চলে কমে গিয়েছে দৃশ্যমানতা।
ইতিমধ্যেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রির নিচে। বুধবার থেকেই ক্রমশ নামছে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় (Kolkata) চলতি সপ্তাহের শেষে পারদ আরও নামবে। স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি নামতে পারে পারদ।
Coronavirus: বাংলায় বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, শীর্ষে কলকাতা
কুয়াশার জেরে দৃশ্যমানতা কমায় একদিকে যেমন বিমান ওঠানামায় সমস্যায় হচ্ছে, তেমনই বাড়ছে সকালে দুর্ঘটনার আশঙ্কা। তাই বিশেষ সতর্কতা নিচ্ছে পরিবহন দফতর