অতিমারী পর্বে ঘরবন্দী মানুষ। বেড়েছে আতঙ্ক, বেড়েছে মন খারাপও। ৯১ বছরে এসে পুজোয় অভিনব ভাবনা কুমোরটুলি সর্বজনীনের। ঘরবন্দি জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়।
বন্দী মানুষের চালচিত্রকেই ধরার চেষ্টা করেছেন কুমোরটুলি সর্বজনীনের উদ্যোক্তারা। করোনার কবলে পড়ে মানুষ বন্দী হয়েছে ঘরের চার দেওয়ালের মধ্যে। শুধু মানুষই নয়, ভগবানও যেন এই অতিমারীর কবলে ভক্তশূন্য হয়ে গেছেন। সবমিলিয়ে একটা অস্থির পরিস্থিতি। সেই অস্থিরতাকেই দেখানো হয়েছে মণ্ডপসজ্জায়। যেন বিরাট এক জানলা দিয়ে বিশ্ববাসী অবলোকন করছেন দেবী দুর্গাকে। চারদিক খোলামেলা প্যান্ডেলের ফলে দর্শনার্থীদের প্রতিমা দর্শনে কোনো অসুবিধে হচ্ছে না।