উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (LAKHIMPUR KHERI) কৃষক মৃত্যুর ঘটনাকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলেই দাবি করেছে বিশেষ তদন্তকারী দল বা সিট
(SIT)। সিটের এই দাবিকে হাতিয়ার করেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে আসরে কংগ্রেস (CONGRESS)। এই ঘটনায় এদিন একযোগে ফের কেন্দ্রীয়
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (AJAY MISHRA) ইস্তফা দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (PRIYANKA GANDHI) এবং
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (RAHUL GANDHI)।
মঙ্গলবার উত্তরপ্রদেশের (UTTAR PRADESH) জেলা আদালতে যে তদন্ত রিপোর্ট জমা পড়ছে, তাতে সিট অফিসার বিদ্যারাম দিবাকর দাবি করেছেন,
লখিমপুরের ঘটনা কোনও দুর্ঘটনা নয়, বরং আগে থেকে এই ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছিল। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে উত্তরপ্রদেশে কংগ্রেসের
অন্যতম মুখ প্রিয়াঙ্কা গান্ধীর টুইট, ‘এর আগে আদালতও বলেছিল, এবার পুলিশ বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র একজন ষড়যন্ত্রী।’
টুইটের পাশাপাশি প্রিয়াঙ্কার দাবি, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক অজয় মিশ্রকে।
শুধু প্রিয়াঙ্কা নন, কৃষক আন্দোলনের সময় এই ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীরও। তাঁরও নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘মোদীজি আবার ক্ষমা চাওয়ার সময় এসে গিয়েছে। কিন্তু আগে অভিযুক্তর বাবাকে মন্ত্রীর পদ থেকে সরান। সত্য সামনে রয়েছে’, এই টুইটেই মোদীর সমালোচনা
করেছে রাহুল।
রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে হাতে অস্ত্র পেয়েছে কংগ্রেস। কিন্তু তাতে কতটা শান পড়বে, তা হয়তো সময় আসলে বোঝা যাবে।