ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হলেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর এই পদ শূন্য ছিল। জানা গিয়েছে, জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব নিতে রাজি হয়েছেন লক্ষ্মণ। সানরাইজার্স হায়দ্রাবাদের সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। আগামী ডিসেম্বর মাসেই যোগ দেবেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
দীর্ঘদিন ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর জল্পনা চলছিল, এনসিএ-র দায়িত্ব কাকে দেওয়া হবে! আইপিএলে ২০১২ সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টরের দায়িত্ব পালন করেছেন লক্ষ্মণ। বেঙ্গালুরুতে গিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির জন্য সময় দেবেন এবার লক্ষ্মণ।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ দুবাইয়ের বৈঠকে রাহুল দ্রাবিড়কে কোচ হওয়ার প্রস্তাব দেন। সেই সময় ঠিক হয়, দ্রাবিড় যদি টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন- তবে এনসিএ-এর দায়িত্ব নেবেন ভিভিএস লক্ষ্মণ।