রক্ত ঝড়ল কলকাতা পুরভোটে (KMC ELECTION 2021)।
রবিবার সকালে পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের শিয়ালদহের (SEALDAHA) টাকি স্কুলের সামনে বোমাবাজির (BOMB) ঘটনায় গুরুতর জখম একজন । শাসক তৃণমূল কংগ্রেসের (TRINAMOOL CONGRESS) অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে বোমা ছোড়ে কংগ্রেস। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস (CONGRESS)।
ঘটনায় আহত এক জন জানিয়েছেন, তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় বোমা ছোড়া হলে, তাঁর পায়ে এসে লাগে। অভিযোগ ওই ব্যক্তি বোমা ছুড়তে গিয়ে নিজেই জখম হন। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বোমার আঘাতে আহত ওই ব্যক্তি।
আরও পড়ুন : Santosh Pathak: বড়বাজারে উত্তেজনা! হাতেনাতে ভুয়ো ভোটার ধরলেন কংগ্রেসের সন্তোষ পাঠক
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবশ্য কংগ্রেসের দুষ্কৃতীদের দিকেই। তাঁদের অভিযোগ, এলাকায় বহিরাগতদের এনে বোমাবাজি করেছে কংগ্রেস। স্থানীয়দের
দাবি, দেবু নামে এক ব্যক্তি এই বোমাবাজি করেছে।
এদিকে এই ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।