‘ইউপি প্লাস যোগী, খুবই উপযোগী।”
উত্তরপ্রদেশ (UTTAR PRADESH) ভোটে নতুন স্লোগান ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (NARENDRA MODI)। শনিবার শাহজাহানপুরে এক জনসভায় এই স্লোগান তুললেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাজিয়ে দিলেন ভারতের সবচেয়ে বড় রাজ্যে ভোট বাদ্যি।
এদিন, শাহজাহানপুরে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের শিল্যান্যাস করেন প্রধানমন্ত্রী। ছয় লেনের এই রাস্তা তৈরি করতে খরচ পড়বে ৩৬ হাজার ২৩০ কোটি টাকা। এটাই হতে চলেছে উত্তরপ্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে।
আরও পড়ুন : পারদ চড়ছে উত্তরপ্রদেশে, দুই অখিলেশ ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা
এই প্রকল্পের শিলান্যাস করার সময়ই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। যোগীর প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি বিরোধীদেরও সমালোচনা করেন তিনি। দাবি করেন, এর আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের সুবিধা পেতেন কিছু মুষ্টিমেয় মানুষ। কিন্তু এখনও ছবিটা বদলে গিয়েছে। এখন সরকারি সুযোগসুবিধা সকলেই পান।