প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কেন? স্বয়ং প্রধানমন্ত্রী দাঁড়ালেও ভবানীপুরে জয় আসতই, কী বললেন লাভলী মৈত্র? শনিবার ভবানীপুরের ফল ঘোষণার পর একথাই বলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। তৃণমূলের কর্মীরা উদ্গ্রীব ছিলেন জয়ের মার্জিন কতদূর যায়, তা দেখার জন্য। শেষপর্যন্ত জয় এল, ৫৮ হাজারের বেশি ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়্যায়।
তিনি বলেন গোটা রাজ্য যখন শনিবার উৎসবের আনন্দে মেতে উঠবে, তখন বিজেপির রাজ্য দফতরে শোকপ্রকাশ করবেন নেতারা। পাশাপাশি সোনারপুর দক্ষিণের এই বিধায়ক বলেন, খেলা শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালে মমতা বন্দোপাধ্যায়কে দিল্লী পাঠিয়ে এই খেলা শেষ হবে। যেদিন তৃণমূলনেত্রী দেশের ক্ষমতা দখল করবেন, সেদিন এই খেলা শেষ হবে।