বিগত একমাসের বেশি সময় ধরে খবরের শিরোনামে শাহরুখ(Shahrukh Khan) পুত্র আরিয়ান খান(Aryan Khan) । মাদককাণ্ডে প্রায় এক মাস জেলে কাটাতে হয়েছে তাঁকে । তবে দীপাবলির(Diwali) আগেই জামিনে মুক্তি পেয়েছেন আরিয়ান । আজ, শনিবার তাঁর ২৪তম জন্মদিন । প্রত্যেকবার বড় করেই ছেলের জন্মদিন পালন করেন শাহরুখ । তবে এবার জন্মদিনে কোনও আড়ম্বর থাকছে না । সাদামাটাভাবেই পালিত হবে তারকা পুত্রের জন্মদিন ।
শনিবার, মন্নতেই ঘরোয়াভাবে আরিয়ানের জন্মদিন পালন হবে বলে জানা যাচ্ছে । শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত থাকবেন বলে খবর । এর আগে ২ নভেম্বর নিজের জন্মদিনও সাদামাটাভাবেই পালন করেছিলেন শাহরুখ ।
Aryan Khan's birthday : শাহরুখ পুত্র আরিয়ানের জন্মদিনে বিশেষ উপহার জুহির, দিলেন শুভেচ্ছা বার্তাও
মুম্বই ক্রুজ ড্রাগ মামলায়(Mumbai cruise drug case) প্রথমে আটক, তারপর গ্রেফতার হন আরিয়ান খান । টানা প্রায় একমাস জেলে ছিলেন তিনি । বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় । অবশেষে, ২৮ অক্টোবর জামিন পান তিনি । বম্বে হাইকোর্টের পাঁচ পাতার জামিনের নির্দেশে ১৪ টি শর্তের উল্লেখ ছিল । শর্ত অনুযায়ী প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যে আরিয়ানকে হাজিরা দিতে হবে এনসিবি-র দফতরে । সেক্ষেত্রে, জন্মদিনের আগেই শুক্রবার সাপ্তাহিক হাজিরা দিতে এনসিবি দফতরে দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ানকে (Aryan Khan) ।