RPSG, অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর নতুন আইপিএল- দল লখনউ-এর কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের নাম বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, শুক্রবার সরকারি ভাবে তাঁর নাম ঘোষিত হল।
শেষ দুটি সিজনে পঞ্জাব কিংসের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন ফ্লাওয়ার। এই প্রথম পূর্ণ সময়ের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, অক্টোবরের শেষ সপ্তাহে, ৭০৯০ কোটি টাকা দর হেঁকে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ। ৫৬২৫ কোটি টাকায় আমেদাবাদ টিমের ফ্র্যাঞ্চাইজি কেনে আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা CVC Capital।
Editorji আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর একটি অংশ