টেলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের পর এবার সোনাগাছিতে(Sonagachi) ভাইফোঁটার(Bhaifota) উতসবে সামিল হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra) । পাশাপাশি, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারও এদিন এখানে আসেন । যৌনকর্মীরা তাদের ঘটা করে ভাইফোঁটা দেন ।
দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে ২০০৪ সাল থেকে যৌনপল্লিতে ঘটা করে ভাইফোঁটা পালন করা হচ্ছে । এবারও তার অন্যথা হয়নি । এবছর তাদের ভাইফোঁটার উতসবে সামিল হয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ । ভাইফোঁটার দিনটা এখানে কাটাতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছেন মদন মিত্র । সেইসঙ্গে সমাজে যৌনকর্মীরা কতটা অবহেলিত, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ।
Bhaifota 2021 : লেকটাউনের বাড়িতে বড়দির কাছে ভাইফোঁটা নিলেন মন্ত্রী সুজিত বসু
সোনাগাছিতে আয়োজিত ভাইফোঁটায় আসতে পেরে, ফোঁটা নিতে পেরে আপ্লুত দেবাশিস কুমারও । তাঁর বার্তা, "সবাই সমাজে মূলস্রোতে আছে । কেউ তার থেকে বিচ্ছিন্ন নয় ।"