রবিবার দুপুর, দেবী পক্ষের আর দিন তিনেক বাকি। বাংলায় শরত শরত মেজাজ, পুজো পুজো রোদ। ভবানীপুরের রবিবাসরীয় দুপুরটা অবশ্য জমজমাট অন্য কারনে। উপনির্বাচনের গণনা তখন বেশ খানিকটা এগিয়েছে। সকাল থেকেই ট্রেন্ড বলছে বেশ কয়েক হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বাড়ার সাথে সাথে সেই ব্যাবধান ক্রমেই বাড়ছে।
সেই খুশিতে যদু বাবুর বাজার চত্ত্বরে ফেসবুক লাইভ করলেন শাসক দলের বিধায়ক মদন মিত্র। প্রায় আধ ঘণ্টার ফেসবুক লাইভে মদন মিত্রকে ঘিরে ঘাসফুল সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো। মদনের পরনে ফুল ফুল ছাপ কালো শার্ট, চোখে সানগ্লাস, কপালে সবুজ আবির দিয়ে কাটা লম্বা তিলক। ব্যাকগ্রাউন্ডে একের পর এক জমাটি গান, কখনো ও লাভলি, কখনো মানিকে মাগে হিতের সুরে মা মাটি মানুষ হিতে, কখনো এই সদ্য রিলিজ করা কামারহাটির বিধায়কের নিজেরই গলায় 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের কাছে আজকের দিনটা যেন প্রাক পুজো উদযাপনের দিন।