তিনি মদন মিত্র। সংক্ষেপে MM। ফেসবুকের নয়া সেনসেশন। কিছুদিন আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে 'কালারফুল ছেলে' বলেছিলেন৷ এবার মমতার সমর্থনে নিজের পুজোর গান রিলিজ করলেন মদন মিত্র। নজরে ২০২৪ সালের নির্বাচন। মদনের বার্তা, 'ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া'। এই 'বেটিয়া' যে মমতা, তা বলে দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই।
হলুদ পাঞ্জাবি, মেরুন ধুতি, চোখে বাহারি সানগ্লাস। কখনও আমার হাল ফ্যাশনের টি-শার্ট, সঙ্গে গলায় টুনিবালবের মালা। হাতে তানপুরা, তবে তা গিটারের মতো করে ধরা। এই মিউজিক ভিডিওতে নিজের 'লাভলি' অবতারকেও যেন ছাপিয়ে উঠেছেন মদন। নিজেই জানিয়েছেন, তিনি 'কালারফুল বয়'। সঙ্গে বিজেপির প্রতি তীব্র কটাক্ষ।