আজ মহাষ্টমী। সকাল থেকেই মণ্ডপগুলোয় শুরু হয়ে গিয়েছে ঘোষণা। পুষ্পাঞ্জলি দিতে ভিড় বাড়ছে শহরের বিভিন্ন প্যান্ডেলে। রাতে সন্ধিপুজো ও ধুনুচি নাচে হবে মা দুর্গার আরাধনা।
সপ্তমীর রাতেও কলকাতার প্যান্ডেলে ভিড় উপচে পড়েছে। সকালে অঞ্জলি দিয়েই অষ্টমীর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রিয় শাড়ি ও পছন্দের পাঞ্জাবি পরে রাস্তায় ভিড় শুরু হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের মতে, মহাষ্টমীতেও রেকর্ড ভিড় হবে কলকাতায়। উৎসবের আবহে ফের বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা সংক্রমণের শীর্ষে। তাই করোনা বিধি নিয়ে বারবার সতর্ক করছে প্রশাসন।
তবে অধিকাংশ মানুষের মতে, পুজো তো আর বারবার আসে না। তাই পুজোয় বেরোনো মাস্ট। সচেতনার জন্য মাস্ক মাস্ট করা চাই। পুজোয় এবার প্যান্ডেলের আকর্ষণ তো আছেই। অনেকেই প্রতিমা দর্শনের ভিড় এড়িয়ে ঢুঁ মারছেন প্রেক্ষাগৃহ ও রেস্তরাঁতে। ছোট-বড় সব রেস্তরাঁতেই লম্বা লাইন। প্রি-বুক না থাকলে বড় জায়গায় ঢুকে পছন্দসই মেনু পাওয়াই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।