ভারতের সংবিধান দিবসেই(Indian Constitution Day) বিরোধীদের তোপের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তৃণমূলের(TMC) তরফে বিজেপির(BJP) বিরুদ্ধে সংবিধানের ওপর আঘাত হানার অভিযোগ তুলে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। ট্যুইটে মোদী সরকারকে খোঁচা দিয়ে তৃণমূল সাংসদ লিখেছেন, ‘বছরের বাকি দিনগুলিতে সংবিধানের ওপর আঘাত হেনে, সংসদের সেন্ট্রাল হলে একদিনের উৎসব পালন।’
পাশাপাশি, সংবিধান দিবসে(Indian Constitution Day) পুরোনো ভাষণের ভিডিও শেয়ার করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। তিনি লিখেছেন, কয়েকমাস আগে সংসদে দাঁড়িয়ে দুটি বই নিয়ে প্রশ্ন তুলেছিলাম। একটি হল ভারতের সংবিধান(Constitution of India)। অপরটি হল বলে পুরোনো একটি ভিডিয়ো পোস্ট করেছেন তৃণমূল(TMC) সাংসদ।
শুক্রবার দিল্লির সংসদ ভবনের সেন্টার হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ভারতের সংবিধান দিবস। কিন্তু, সংসদ ভবনের সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা৷ জাতীয় কংগ্রেস(INC), আরজেডি(RJD), সিপিআইএম(CPIM), সিপিআই(CPI), তৃণমূল(TMC), ডিএমকে(DMK) এই অনুষ্ঠান বয়কট করেছে৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সংসদীয় ব্যবস্থার মর্যাদা দিতে ব্যর্থ৷ একতরফা সংসদের একাধিক সিদ্ধান্ত নিয়ে চলেছে বিজেপি সরকার(BJP Govt.)৷