গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের লড়াই সামলাবেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শান্তিপুর কেন্দ্রের তত্ত্বাবধানে ছিলেন তিনি। উপনির্বাচনের কঠিন পরীক্ষা পাশ করার পর গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election) দায়িত্ব পেলেন মহুয়া মৈত্র।
ইংরেজিতে সুবক্তা ও দীর্ঘদিন বিদেশে থাকা মহুয়া মৈত্রের কাছে অ্যাডভান্টেজ। গোয়ার মতো জায়গায় তাই মহুয়ার উপস্থিতি কাজে লাগাতে চাইছে তৃণমূল। শনিবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিবৃতি দিয়ে জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোয়া বিধানসভা নির্বাচনের জন্য মহুয়া মৈত্রকে বেছে নিয়েছেন। গোয়া তৃণমূলের ইনচার্জ হবেন তিনি। নির্বাচন সংক্রান্ত সব পরিকল্পনা তিনি দেখাশোনা করবেন।
এই সুযোগ দেওয়ার জন্য টুইট করে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তিনি লেখেন, "নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।"
গোয়াতে তৃণমূলে যোগ দিয়েছেন দুবারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালাইরো। যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলি। আগামী ফেব্রুয়ারি বা মার্চে গোয়ায় বিধানসভা নির্বাচনের দিনঘোষণা হতে পারে।