এক পারিবারিক কাহিনি নিয়ে আসছে মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি 'একান্নবর্তী' । অক্টোবরেই মুক্তি পেয়েছিল এই ছবির টিজার । এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার । প্রযোজনায় এসভিএফ । ছবির চিত্রনাট্য লিখেছেন মৈনাক ভৌমিক নিজেই ।
ছবির প্রেক্ষাপট দুর্গাপুজো । বাঙালির সবচেয়ে বড় পুজো ও যৌথ পরিবার ঘিরে ছবিটি তৈরি করেছেন মৈনাক । ট্রেলারে দেখা যাচ্ছে এক পরিবারকে । বাবা-মা, দুই বোন । দুই বোনের ভূমিকায় অভিনয় করছেন সৌরসেনী মৈত্র ও অনন্যা সেন । মায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্য । এর আগে মৈনাকের 'চিনি'-তে অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা রায় ।
Sreelekha Mitra : পোষ্যদের বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি, ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন শ্রীলেখা
এছাড়াও, ছবিতে রয়েছেন কৌশিক সেন, সুদীপ মুখার্জী । দুর্গাপুজোয় আবার এক হওয়া, একসঙ্গে উতসবে সামিল হওয়া... একান্নবর্তী পরিবারের মেজাজটা এই ছবিতে ধরা পড়বে । নভেম্বরেই মুক্তি পেতে পারে মৈনাকের 'একান্নবর্তী' ।