রাশিয়ান পার্টনার আরডিআইএফের সঙ্গে হাত মিলিয়ে ইতিমধ্যেই করোনা টিকা স্পুটনিক ভি তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে পানাসিয়া বায়োটেক। সোমবার কোম্পানির তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। হিমাচলপ্রদেশের বাড্ডিতে এই টিকা উৎপাদন করা হচ্ছে। তবে কবে থেকে বেশি পরিমাণে উৎপাদন শুরু হবে সেই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। যদিও এখন থেকে প্রতি বছর স্পুটনিক ভি-র ১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে পানাসিয়া বায়োটেক। এই মুহূর্তে ৬৬টি দেশে এই টিকা দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই টিকা ৯৭ শতাংশ কার্যকরী বলে দাবি করা হয়েছে।