মারণ ভাইরাস করোনার (Corona) উদ্বেগ তো রয়েছেই। তার উপর রয়েছে ডেঙ্গি (Dengue)। এবার ম্যালেরিয়াতেও উপসর্গহীনদের নিয়ে উদ্বেগ বাড়ছে কলকাতায়।
কলকাতা পুরসভার বক্তব্য, অনেকেই ঠিক ভাবে ওষুধের কোর্স অনেকে সম্পূর্ণ না করায় বাড়ছে জটিলতা। ম্যালেরিয়ার বাহক হিসেবে কাজ করছেন এই উপসর্গহীনরা। গত বছরের থেকে এখন ১৯ শতাংশ বেশি ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে জানিয়েছেন কলকাতা পুরসভার (KMC) প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh)।
West Bengal Covid Bulletin: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা-আক্রান্ত ৮৬২ জন, মৃত ৮
এখনও রয়েছে করোনা আবহ। তার মধ্যেই দাপট দেখাচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। শীঘ্রই কলকাতায় পুরভোট। তার আগে ডেঙ্গি নিয়ে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। বুধবারও রাজ্যে ৮০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগও।