বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রথমে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তিনি জানান, আগে থেকেই ঠিক ছিল ফলাফল জানার পর তিনি পুজো দিতে যাবেন। এরপর কালীঘাটের মন্দিরে যান মমতা। সেখানে পুজো দেওয়ার পর বাড়িতে ফেরেন তিনি। তার আগে মমতা জানান, বাংলার নির্বাচনী ফলাফল ঐতিহাসিক।