দেশে ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণএর খবর ঘোষণা করে দেশজুড়ে এই বিপুল সাফল্য উদযাপন করেছে কেন্দ্র। তবে পরিসংখ্যানবিদদের একাংশ আবার কেন্দ্রের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার এই হিসেব নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার শিলিগুড়িতে পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর বক্তব্য, ”ডবল ডোজ ১০০% না হলে টিকাকরণ ১০০ শতাংশ বলা যায় না। দেশের লোকসংখ্যা কত? বাচ্চাদের সংখ্যা কত? হিসেব বলছে, ২৯.৫১ কোটি ডবল ডোজ হয়েছে। মিলিজুলি করে জুমলা করে দিয়েছে কেন্দ্র।” মুখ্যমন্ত্রীর আরও দাবি, ”সারা দেশে এখনও ৩৫ কোটি মানুষ একটা ডোজ ও পায়নি। বাচ্চাদের ধরলে সংখ্য়াটা ৬০-৬৫ কোটি হয়ে যাবে।”
রবিবার তিনদিনের সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর।