মুম্বই সফরে NCP নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সিভিক সোসাইটির বৈঠকে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে (Swara Bhaskar) রাজনীতিতে আসার আমন্ত্রণ জানান তৃণমূল নেত্রী।
সিভিক সোসাইটির একটি বৈঠকে তৃণমূল নেত্রীর কাছে UAPA আইন নিয়ে অভিযোগ তোলেন স্বরা ভাস্কর। জানান, এই আইনের জেরে সমস্যা বাড়ছে। শিল্পীদের স্বাধীন চিন্তাধারাও বাধা পাচ্ছে। অভিনেত্রী স্বরা ভাস্করকে রাজনীতিতে আসার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ছবি টুইট করেন শরদ পাওয়ার। শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শরদজী অন্যতম বর্ষীয়ান নেতা। বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। শরদজী যা বলেছেন, তাতে তিনি সহমত। UPA বলে কিছু নেই।
সিভিক সোসাইটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "পরিস্থিতি ঠিক করবে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। বিজেপিকে বোল্ড আউট করাই আসল লক্ষ্য। খেলা হবে।"