দ্রুত পঞ্জাব ও হরিয়ানা যেতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নয়াদিল্লিতে কীর্তি আজাদ (Kirti Azad) ও অশোক তানওয়ার (Ashoke Tanwar) তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন তিনি। বিজেপিকে (BJP) হারানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী (TMC Supreamo)।
কংগ্রেসের (INC )দুই প্রাক্তনী কীর্তি আজাদ ও অশোক তানওয়ার এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সামনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জানান, "হরিয়ানা আর পঞ্জাব এখান থেকে খুব বেশি দূর নয়। যত দ্রুত বলবেন, তত দ্রুত হরিয়ানা-পঞ্জাবে আমি যাব।"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশের মঙ্গলের জন্য বিজেপিকে হারানোর মতো সিদ্ধান্ত নিয়েছেন, তাই প্রত্যেককে ধন্যবাদ। রাজ্যদের নিয়েই এগোতে চাই।"
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন জাভেদ আখতার (Javed Akhtar) ও সুধীন্দ্র কুলকার্নি (Sudhindra Kulkarni)। এরপরই তৃণমূলে যোগ দিলেন পবন ভর্মা, কীর্তি আজাদ, অশোক তানওয়ার। আরও বিশিষ্ট নেতৃত্বের সঙ্গে বিরোধী জোট নিয়ে পরিকল্পনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narndra Modi) সঙ্গে রাজ্যের বিষয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।