নন্দীগ্রামের গণনা নিয়ে আবারও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের গণনায় কারচুপির অভিযোগ তুললেন তিনি। নন্দীগ্রামের পুর্নগণনার আবেদন খারিজ করে দেওয়ার পেছনেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।একটি হোয়াটস অ্যাপ চ্যাট দেখিয়ে তাঁর দাবি, নন্দীগ্রামের যিনি রিটার্নিং অফিসার এটি তারই কথোপকথন। তাতে দেখা যায়, রিটার্নিং অফিসার তাঁর ঘনিষ্ঠ একজনকে জানিয়েছেন যে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। তাই তিনি পুনগর্ণনা করতে পারেননি।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, নন্দীগ্রামের ফল নিয়ে তিনি হাইকোর্টে যাবেন।