কেন্দ্র সরকার ঘর জ্বালানি, পর ভোলানি, ৬৪ % করোনার ওষুধ বিদেশে পাঠিয়েছে, আমাদের দেশে ওষুধ নেই', নবগ্রামের সভা থেকে মোদীকে তোপ মমতার। এদিনের সভায় মমতা বলেন, "আমরা আব্বার কেন্দ্রকে চিঠি লিখব, বাজারে ওষুধ সহজলভ্য করতে হবে, ওষুধ বাজারে না থাকলে কিনব কী ভাবে? টাকা আমরা দেব"।