শীতলকুচির ঘটনায় টুইটে কড়া তোপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটে মমতার কটাক্ষ, কমিশনের নতুন নাম হওয়া উচিত মোদী কোড অফ কনডাক্ট বা MCC। বিজেপি সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করছে কিন্তু পৃথিবীর কোনও বাধাই আমাকে মানুষের দুঃখ,যন্ত্রনার পাশে দাঁড়ানো থেকে সরাতে পারবে না।টুইটে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ওরা আমাকে কোচবিহারের ভাই-বোনেদেের কাছে পৌছনোয় তিনদিনের জন্য আটকে দিয়েছে, কিন্তু চতুর্থ দিনে আমি ওখানে যাচ্ছি। কমিশনকে টুইটে তোপ মমতার