ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) শীর্ষস্থান ধরে রাখল ম্যানচেস্টার সিটি। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হল ৬৬ মিনিট। দশ জনের উলভসের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে ম্যাঞ্চেস্টার সিটি (Man City) শিবিরে স্বস্তির হাসি ফেরালেন রাহিম স্টার্লিং। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে পেপ গুয়ার্দিওলার দল।
নিয়মিত সিটির প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না রহিম স্টার্লিং। শনিবার কিন্তু তিনিই এনে দিলেন কাঙ্ক্ষিত জয়। সেখানেই শেষ নয়। প্রিমিয়ার লিগে নিজের গোলের সেঞ্চুরিও করে ফেললেন। ইপিএল ইতিহাসে ৩২ নম্বর ফুটবলার হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন ইংল্যান্ড তারকা।
Maradona Watch recovered: দুবাইয়ে চুরি হওয়া মারাদোনার দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার অসমে