ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) প্রথম চারে ওঠার খুবই কাছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। নরউইচ সিটি এফসির বিরুদ্ধে শনিবার ১-০ ব্যবধানে জিতল রেড ডেভিলস। এই মরশুমের ১৩তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সবথেকে নিচে থাকা টিম নরউইচ সিটি। পরপর দুটি ম্যাচ জিতে টেবিলের পাঁচ নম্বরে উঠে এল ম্যানচেষ্টার ইউনাইটেড। নতুন ম্যানেজার রালফ রাংনিক আসার পর পারফরম্যান্স ভালো হয়েছে টিমের। এখনও পর্যন্ত ছটি ম্যাচে অপরাজিত থাকল ম্যান ইউ।
প্রথমার্ধে সুযোগ এলেও গোল আসেনি। ৭৫ মিনিটে ম্যান ইউর হয়ে প্রথম গোলটি করেন রোনাল্ডো। নরউইচ সিটিও সমতা ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু গোলকিপার ডেভিড দি গিয়ার দারুণ পারফরম্যান্সে তা ব্যর্থ হয়।