সপ্তম দফা ভোটের আগে ফের উত্তপ্ত মানিকতলা অঞ্চল। শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। রাতে দুই মহিলা তৃণমূল কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার মুরারিপুকুর এলাকা। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের শ্লীলতাহানি করে। এর পরই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল সমর্থকরা। যদিও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পালটা দাবি, ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। শ্লীলতাহানির ঘটনায় তৃণমূল কর্মীরা থানায় নালিশ জানাতে গেলে সেখানে ফের গন্ডগোল বাঁধে। তৃণমূল কর্মীরা বিজেপি সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। থানার সামনে তাঁদের মারধর করা হয়। প্রাণ বাঁচাতে থানার ভিতরে বিজেপি কর্মীরা আশ্রয় নেয় বলে খবর। তবু শেষরক্ষা হয়নি। উত্তেজিত বিজেপি সমর্থকরা এরপর পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় রাতেই কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।