১৪ বছর পর দাম বাড়ছে দেশলাইয়ের। শেষবার দাম বেড়েছিল ২০০৭ সালে। এক টাকার পরিবর্তে দেশলাইয়ের দাম হবে এবার দুটাকা। পাঁচটি দেশলাই প্রস্তুতকারক সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ২০০৭ সালে ৫০ পয়সা থেকে দেশলাই বাক্সের দাম বেড়ে হয় এক টাকা। ডিসেম্বর থেকে চালু হবে নতুন দাম।
দেশলাই প্রস্তুতকারী সংস্থার কর্তারা জানিয়েছেন, সম্প্রতি কয়েকবছরে অনেক দ্রব্যের দাম বেড়েছে। ৪২৫ টাকা প্রতি কেজি দাম ছিল রেড ফসফরাসের। বর্তমান দাম ৮১০ টাকা প্রতি কেজি। মোমের দাম ৫৮ টাকা থেকে হয়ে গিয়েছে ৮০ টাকা। গত ১০ অক্টোবর থেকে পটাশিয়াম ক্লোরেট, সালফার, দেশলাইয়ের বাক্স তৈরির কাগজের দামও বেড়েছে।
পেট্রল ডিজেলের দামবৃদ্ধির কারণে পরিবহণ খরচও বেড়ে গেছে। তাই দাম বাড়ছে দেশলাইয়ের।