এখনও বাজি নিয়ে ঘুরছে সেই পাকিস্তানি যুবক। বিশ্বকাপে ভারতকে হারানোর ইচ্ছে তাঁর এখনও প্রবল। দুবাইয়ে আয়োজিত T20 বিশ্বকাপের আগে সেই বিজ্ঞাপন ফিরিয়ে আনল স্টার স্পোর্টস। বিখ্যাত সেই বিজ্ঞাপনের নাম "Mauka Mauka"।
বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। T20 বিশ্বকাপেও সেই রেকর্ড বজায় রেখেছে ভারত। পাঁচবারই ভারতের বিরুদ্ধে হেরেছে পাকিস্তান। সেই রেকর্ডকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই বিজ্ঞাপন।
বিজ্ঞাপনে দেখা যায়, একজন ভদ্র পাকিস্তানি ফ্যানকে। যার চোখে এখনও বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন। তিনি হাতে এখনও বাজি নিয়ে ঘোরেন। যেদিন বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, সেদিনই বাজি ফাটাবেন। কিন্তু সেই স্বপ্ন কখনও পূরণ হবে না। এটাই ইউএসপি এই বিজ্ঞাপনের।