মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে। পর পর জেলাজুড়ে জনসভা রয়েছে তাঁর। আর এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর । শুধু তিনিই নন, তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকারের। যিনি সোমবারই মমতার সভামঞ্চে উপস্থিত ছিলেন।বুধবার মালদহে একাধিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তাঁর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট এদিন এলে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম। তাঁর সঙ্গে দুলালবাবুরও রিপোর্টেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।