মিমি চক্রবর্তীর (Mimi Chakrabarty) পরবর্তী ছবি 'মিনি'-র(Mini) শুটিং শেষ । এবার হবে পোস্ট প্রোডাকশনের কাজ । এখন শুধু মুক্তির অপেক্ষায় মৈনাক ভৌমিকের 'মিনি' । এই ছবিটা নিয়ে মিমি নিজেও খুব এক্সাইটেড । শুটিং শেষ হওয়ার খবর ইনস্টাগ্রামে(Instagram) নিজেই পোস্ট করে জানিয়েছেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে অভিনেত্রী শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন । ছবিগুলিতে বিভিন্ন মুডে দেখা গিয়েছে তিতলি ওরফে মিমিকে । কখনও তিতলি-মিনির খুনসুটি, কখনও আবার তিতলির কান্না ভেজা চোখ । কিংবা পরিচালক মৈনাকের পাশে বসে অভিনয়ের খুঁটিনাটি দেখে নেওয়া । শুটিংয়ের এই মুহূর্তগুলি খুব মিস করবে বলে জানিয়েছেন মিমি । ক্যাপশনে লিখেছেন, " শুটিং শেষ । আপনাদের ছবিটা দেখানোর অপেক্ষায় রয়েছি । মিনি ও তিতলির জন্য মৈনাককে ধন্যবাদ । সবাইকে খুব মিস করব ।"
বন্ধুত্বের যে কোনও বয়সের মাপকাঠি হয় না, এই বিষয়টি মিনি ছবিতে ফুটিয়ে তুলেছে পরিচালক মৈনাক ভৌমিক । মিনি চরিত্রে অভিনয় করছে, শিশুশিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় । মিমির চরিত্রের নাম তিতলি । মিনি ও তিতলির বন্ধুত্ব দেখার অপেক্ষায় দর্শকরাও ।