আজ ভাইফোঁটা (Bhaifota) । তাই যতই ব্যস্ততা থাকুক না কেন, এদিনটা কোনওভাবেই মিস করতে চান না রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) । শনিবার সকাল থেকেই নীল রঙের পাঞ্জাবি পরে তৈরি তিনি । লেকটাউনের বাড়িতে মন্ত্রীর বড়দি পৌঁছাতেই শুরু হয় ভাইফোঁটার অনুষ্ঠান । এদিন, বড়দির কাছ থেকে ফোঁটা নিয়ে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী ।
ভাইফোঁটা মানেই মিষ্টি, খাওয়া-দাওয়া । অন্য সময় কিছুটা নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেন মন্ত্রী । তবে ভাইফোঁটার দিনে কোনও রেস্ট্রিকশন মানেন না বলে জানালেন মন্ত্রী । তাই লুচি-তরকারি, জিলিপি দিয়েই সকালের জলখাবার সারলেন সুজিত বসু । দিদিকে একটি শাড়িও উপহার দিয়েছেন তিনি । তাঁর কাছে উপহার বড় নয় । তিনি চান, তাঁর দিদি যেন সবসময় সুস্থ থাকে ।
Shyambati Bhaifota: প্রতিবছরের মতো এবছরও শান্তিনিকেতনের শ্যামবাটিতে ধুমধাম করে বসল গণ ভাইফোঁটার আসর
অন্যদিকে, ভাইফোঁটার দিন ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করেন মন্ত্রীর বড়দি সুচিত্রা সরকার । তিনি চান, সমাজসেবা করুক ভাই । মানুষের পাশে থাকুক । আর ভালো কাজ করে যাক ।