রেডিও, টেলিভিশন এবং বড় পর্দায় উজ্জ্বল উপস্থিতির পর এবার ওটিটি(OTT) প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন মীর(Mir Afsar Ali) । এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন মীর । আর মাধবনের(R Madhavan) সঙ্গে নেটফ্লিক্সের আসন্ন একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছেন সুরভীন চাওলা(Surveen Chawla) । ওয়েব সিরিজটির নাম 'ডি কাপলড'(Decoupled) ।
বুধবার ইনস্টাগ্রামে আর মাধবনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মীর । সেখানেই তাঁর আসন্ন ওয়েব সিরিজের কথা জানান তিনি । এই সিরিজের পরিচালনা করেছেন হর্ষদ মেহতা । প্রযোজক বিক্রমাদিত্য মোতওয়ান । ১৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজটি ।
এই মুহূর্তে গানের রিয়ালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধ’-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মীর । পাশাপাশি, নতুন ছবি ‘বিজয়ার পরে’-এর জন্য শুট শুরু করে দিয়েছেন তিনি ।