টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে প্রচারে নামলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে বেহালা পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রচার করার কথা ছিল মিঠুনের। কিন্তু, রোড শো শুরুর আগেই থানা থেকে তাঁর শো-এর অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। ক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। এদিকে টালিগঞ্জেও তাঁর প্রচার বাতিল করে দিয়েছিল পুলিশ। এরপর পুলিশের সঙ্গে কথা বলে যথাযথ অনুমোদন করিয়ে দুপুরের দিকে ‘মহাগুরু’-কে প্রচারের জন্য টালিগঞ্জে নিয়ে আসেন বাবুল। টালিগঞ্জে মিঠুনের রোড শো জুড়ে ছিল উৎসাহী জনতার ভিড়। এ প্রসঙ্গে বাবুল বলেন, "এমন কেউ নেই যে টলিউডে বাংলার কৃতী সন্তানকে ঢুকতে বাধা দেবে।"