বাংলায় আট দফা নির্বাচনের চার দফা এখনও বাকি। গেরুয়া শিবিরের প্রচারে আজ রাজ্যে থাকছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানিরা। নৈহাটি-ভাটপাড়ায় রোড-শোয়ের পর নোয়াপাড়ায় জনসভা রয়েছে মিঠুনের। বৃহস্পতিবার দুপুরে ইংলিশবাজারে রোড শো রয়েছে স্মৃতি ইরানির, জনসভা রয়েছে হেমতাবাদ, মালতিপুর, খড়দহতে।