রাজ্যের অষ্টম তথা শেষ দফার নির্বাচনে ভোট দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনের আগেই উত্তর কলকাতার কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোটার তালিকায় নাম তুলেছিলেন মিঠুন। বৃহস্পতিবার সকাল সকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে বুথে পৌঁছে যান তিনি। নির্বাচনের প্রচারে বিজেপির সমর্থনে গোটা বাংলা চষে বেড়িয়েছেন তিনি। সম্প্রতি গুজব রটেছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন মহাগুরু।