রোড শো এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন মহাগুরু। রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোড-শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। নির্দিষ্ট সময়েই সেখানে পৌঁছন মহাগুরু। জানা গিয়েছে, আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। দলের নেতা-কর্মীদের আবেদনে শেষমেষ অসুস্থতাকে গুরুত্ব না দিয়েই হুডখোলা গাড়িতে ওঠেন তিনি। চণ্ডীতলা থেকে শুরু হয় শোভাযাত্রা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এরপরই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি গাড়ি থেকে নামানো হয় মিঠুনকে। নিয়ে যাওয়া হয় হেলিপ্যাডে। চিকিতসার জন্য কলকাতায় নিয়ে আসা হয় মহাগুরুকে।