তামিলনাড়ুর(Tamilnadu) হেলিকপ্টার দুর্ঘটনায় সেনাপ্রধান বিপিন রাওয়াতের(Bipin Rawat) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) টুইট করে বলেন, 'দেশের প্রথম সিডিএস প্রধান হিসেবে জেনারেল রাওয়াত প্রতিরক্ষা সংস্কারসহ সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি সেনাবাহিনীতে চাকরির এক সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। তাঁর ব্যতিক্রমী অবদানকে ভারত ভুলবে না।'
বিপিন রাওয়াতের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী স্মৃতিচারণায় লেখেন, 'জেনারেল বিপিন রাওয়াত(Bipin Rawat) একজন অসামান্য সৈনিক ছিলেন। তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক। আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা যন্ত্রের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। বিভিন্ন কৌশলগত বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টিও অত্যন্ত ব্যতিক্রমী ছিল।'
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) টুইট করে বলেন, 'আজ জাতির জন্য অত্যন্ত দুঃখজনক দিন। কারণ আমরা আমাদের সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে(Bipin Rawat) এক মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছি। তিনি ছিলেন সাহসী সৈনিকদের একজন, যিনি পরম নিষ্ঠার সঙ্গে মাতৃভূমির সেবা করেছেন। তাঁর অবদান কখনওই ভোলা যাবে না। আমি গভীরভাবে শোকাহত।'
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) একাধিক টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লেখেন, 'তামিলনাড়ুতে আজ একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্যের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত।'
অন্য আরেকটি টুইটে রাজনাথ লেখেন, 'জেনারেল রাওয়াত তাঁর ব্যতিক্রমী সাহস ও শ্রম দিয়ে দেশের সেবা করেছেন। প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে তিনি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যৌথ পরিকল্পনা গ্রহণ করেছিলেন।'
বুধবার তামিলনাড়ুর(Tamilnadu) কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার। অগ্নিদগ্ধ, গুরুতর আহত অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। এই মৃত ১৩ জনের মধ্যেই রয়েছেন বিপিন রাওয়াত(Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত(Madhulika Rawat)। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ(Varun Singh) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।