করোনা বৈঠকের জন্য বঙ্গ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী।শুক্রবার রাজ্যে চারটি সভা করার কথা ছিল মোদীর। মালদা, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায় সভা করার কথা ছিল তাঁর। সেই সফর বাতিল হওয়ায় এদিন ভার্চুয়াল ভাষণ দেন মোদী।। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে গানের কয়েকটি লাইন দিয়েই বক্তব্য শুরু করেন মোদী। সবথেকে উল্লেখযোগ্য, ৩৭ মিনিটের বক্তব্যে এদিন একবারও মুখ্যমন্ত্রী মমতার নাম নেননি,বা দিদি ও দিদি...ডাক শোনা যায়নি প্রধানমন্ত্রীর গলায়। রাজ্যের উন্নয়ন নিয়েই সারাক্ষন কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষে করোনা পরিস্থিতি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রাজ্যবাসীকে