বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা হতেই শুরু হয়েছে জেলায় জেলায় বিক্ষোভ। তালিকায় নাম থাকা সত্ত্বেও শিখা মিত্র, তরুণ সাহারা জানিয়েছেন, তাঁরা আদপেই বিজেপি সদস্য নয়। সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তিনি লিখেছেন, 'অবশেষে দু'সপ্তাহ পর বিজেপি পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করল। দেখা যাচ্ছে, প্রার্থীতালিকায় নাম থাকা অনেকেই জানাচ্ছেন, তাঁরা বিজেপির কেউ নন। বিজেপির টিকিটে লড়তেও চান না তাঁরা।' এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি মহুয়ার মন্তব্য, 'আপনার ভাল করে হোমওয়ার্ক করার সময় এসেছে, মিস্টার শাহ।'