২৭ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। আর তার আগে অব্যাহত রয়েছে দল বদলের হিড়িক। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন দলে যোগ দিতে দেখা যাচ্ছে টলিউড তারকাদেরও। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অনেকেই। এর মাঝে মঙ্গলবার শাসকদলে নাম লেখালেন আরও একঝাঁক টলি তারকা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ, অভিনেত্রী পায়েল দেব ও অভিনেত্রী প্রিয়া পাল। এছাড়া বিজেপি-র রাজ্য কমিটির সদস্য তথা হুগলি-র বিজেপি কিষাণ মোর্চার সেক্রেটারি স্বরাজ ঘোষও যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূলে যোগ দিয়েই দলত্যাগীদের প্রতি আক্রমণ শানান প্রিয়া।