করোনা পরিস্থিতির মধ্যেও দেশের ধনীতম ব্যক্তির শিরোপা ধরে রাখলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। সম্প্রতি দেশের ১০জন ধনকুবেরের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আর সেখানে প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আর তৃতীয় স্থানে এইচসিএলের শিব নাদার। করোনা সংক্রমণ ঠেকাতে গত বছর জারি হয়েছিল লকডাউন। ওই পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনৈতিক অবস্থা। তবে শেয়ার বাজারের তেমন পতন না হওয়ায় ওই পরিস্থিতিতেও শিল্পপতিদের সম্পত্তির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে।