ষষ্ঠ দফায় নজর থাকবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। এই কেন্দ্রে এবার গেরুয়া শিবিরের প্রার্থী দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। ২০ বছর পর সংসদীয় রাজনীতির ময়দানে প্রার্থী হয়েছেন মুকুল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল। এবার জোড়াফুল শিবিরের প্রার্থী তারকা কৌশানী মুখোপাধ্যায়। এই আসনে প্রভাব তথা পকেট ভোট রয়েছে কংগ্রেসেরও। গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে ১,১৫,৮৭৫ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬২,৩২৪ ভোট। সিপিএম ১০,৫০৬ ও কংগ্রেস ২,৪০৯ ভোট পেয়েছিল।