মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান। মুম্বই উপকূলে মাঝ সমুদ্রে চলছিল ‘রেভ পার্টি’। সেখানেই হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। আরিয়ান খান সহ ১৩ জনকে প্রথমে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সূত্রের খবর, পরে আরিয়ান ছাড়াও আরও দুজনকে গ্রেফতার করেছে এনসিবি।
নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট-এর ২৭ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে তারকা পুত্রকে। গ্রেফতারের পরই আরিয়ানের মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর দিন ১৫ আগেই পেয়েছিল এনসিবি। সেই মতোই ঘুঁটি সাজিয়েছিল তাঁরা। অবশেষে যাত্রী সেজে ক্রুজে পৌঁছে সেখান থেকে শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের আটক করে এনসিবি