মাদক কাণ্ডে NCB গ্রেফতার করেছে শাহরুখ খানের (SRK) ছেলে আরিয়ানকে (Aryan)। তার জেরে কিং খানের আসন্ন ছবিগুলি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'জিরো'(Zero)। 'জিরো' মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এরপরই সিনেমা থেকে ব্রেক নেন অভিনেতা। বড়পর্দায় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তাঁর ফ্যানেরা। অবশেষে জানা যায়, 'পাঠান'(Pathan) ছবিতে কামব্যাক করছেন কিং খান। সেই ছবি নিয়ে তুঙ্গে আগ্রহ। কিন্তু আপাতত বিশ বাঁও জলে সবকিছু।
আপাতত দুটি ছবির কাজে ব্যস্ত কিং খান। আগামী বছরই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'পাঠান' ও দক্ষিণী পরিচালক অ্যাটলির (Atlee) নতুন ছবি। ইতিমধ্যেই মুম্বইতে সম্পন্ন হয়েছে পাঠানের প্রথম পর্বের শুটিং। আগামী ১০ অক্টোবর থেকে স্পেনে (Spain) শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্বের শুটিং। কিন্তু আপাতত সেই শুটিং স্থগিত করল এই ছবির প্রযোজনা সংস্থা যশরাজ।
Aryan Khan: 'বাংলার এমন ব্র্যান্ড অ্যাম্বাসাডার!' আরিয়ান বিতর্কে শাহরুখকে কটাক্ষ বিজেপি নেতার
'পাঠান' ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করার কথা দীপিকা পাডুকোনের।