রোমের ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাথলিক চার্চের প্রধানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী।
২০১৩ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে একবার পোপের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। এদিন বৈঠকে কোভিড পরিস্থিতি, বিশ্বের বর্তমান পরিস্থিতি ও শান্তিরক্ষা নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের।
ইতালির রাজধানী রোমে G20 সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পোপ ফ্রান্সিসের সঙ্গে মুখোমুখি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।