শাহরুখ পুত্র আরিয়ান খানের পর আরও এক স্টার কিডের নাম জড়াল মাদক কাণ্ডে! বৃহস্পতিবার সকালে অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। আজই এনসিবি-র দফতরে চাঙ্কি পাণ্ডে-র কন্যাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিং খানের বাড়িতেও সকালেই পৌঁছেছে এনসিবি র অন্য একটি দল।
শাহরুখ কন্যা সুহানা খান এবং অনন্যার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বি-টাউনের কারোরই অজানা নয়। এনসিবি-র তরফে অনন্যার বাড়ি তল্লাশির পেছনে আসল কারণ এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে ড্রাগ বিরোধী এই কেন্দ্রীয় সংস্থা আগেই জানিয়েছে, মুম্বইয়ের ক্রুজ পার্টিতে ড্রাগ সেবন নিয়ে বলিউডের উঠতি এক অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের চ্যাট উদ্ধার করা হয়েছে।