অতি মূল্যবৃদ্ধির বাজারে অবশেষে কিছু একটার দাম কমছে! ওটিটি (OTT)-প্রেমীদের জন্য সুখবর! বেসিক ফ্ল্যাগশিপ প্ল্যান থেকে নতুন মোবাইল-অনলি প্ল্যান পর্যন্ত সবকিছুরই দাম কমাচ্ছে নেটফ্লিক্স (Netflix)। কয়েকটি প্ল্যানে দাম কমছে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত!
সবথেকে বেশি মাত্রায় কমছে ফ্ল্যাগশিপ বেসিক প্ল্যানের দাম। ৪৯৯ টাকা থেকে এক লাফে কমে তা হচ্ছে মাত্র ১৯৯ টাকা। মোবাইল-অনলি প্ল্যানের দাম মাসিক ১৯৯ টাকা থেকে কমে গিয়ে হচ্ছে ১৪৯ টাকা।
স্ট্যান্ডার্ড প্ল্যান (যা দুজনে মিলে ব্যবহার করা যায়)-এর দাম ৬৪৯ টাকা থেকে কমে হচ্ছে ৪৯৯ টাকা! আর, প্রিমিয়াম প্ল্যান (যা ৪টি আলাদা ডিভাইসে একসঙ্গে দেখা যায়)-এর দাম ৭৯৯ টাকা থেকে কমে গিয়ে হচ্ছে ৬৪৯ টাকা!
এই মূল্যহ্রাসের সিদ্ধান্ত ভারতে নেটফ্লিক্সের বাজারকে আরও বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।