স্বাধীনতার আগের সেই স্বজন হারানোর স্মৃতিকে মনে করিয়ে দেয় এই করোনাকালে স্বজন হারানোর ব্যাথা। ৭৪তম বছরে এসে নিউ আলিপুরের সাহাপুর দুর্গাপুজো কমিটির এবারের নিবেদন ‘কারার ঐ লৌহ কপাট’। দেশে স্বাধীন হওয়ার নেপথ্যে থাকা সেইসব মানুষের আত্মবলিদান কখনই ভোলার নয়। আর তাই সেই স্মৃতিকেই যেন আরেকবার মানুষের কাছে তুলে ধরতে জেলের আকারে সেজেছে গোটা মন্ডপ। স্বাধীনতার আগে ভারতের জেলগুলোর ছবি ফুটিয়ে তুলছেন নির্মাণশিল্পী।
উদ্যোক্তা, সাহাপুর দুর্গাপূজা কমিটি (00:13-end)
দীর্ঘদিনের বৃটিশ শৃঙ্খলকে ভেঙ্গে ভারতমায়ের দামাল ছেলেরা স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আগামীতেও দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টাতেই করোনারুপী এই দানবও পরাস্ত হবে বলেই বিশ্বাস পুজো উদ্যোক্তাদের।